ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সপ্তাহজুড়ে শাবানার চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৪১, ১৫ মার্চ ২০১৫

সপ্তাহজুড়ে শাবানার চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। পুরো নাম আফরোজা বানু। ডাক নাম রতœা। জন্ম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। বাবার নাম ফয়েজ চৌধুরী আর মা ফজিলাতুন্নেসা। ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। এরপর ১৯৬৩ সালে ‘তালাশ’ নামে উর্দু চলচ্চিত্রে নাচের দৃশ্যে অংশ নেন। তারপর বেশ কিছু চলচ্চিত্রে এক্সট্রা হিসেবে কাজ করেন। ‘আবার বনবাসে রূপবান’ এবং ‘ডাক বাবু’ চলচ্চিত্রে তিনি অভিনেত্রীর কাজ পান। ১৯৬৭ সালে পরিচালক এহতেশামের চকোরী চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে আবির্ভাব। প্রথম দিকে তিনি উর্দু চলচ্চিত্রেই বেশি কাজ করেন। লেখাপড়ার প্রতি আগ্রহ না থাকায় মাত্র ৯ বছর বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে। ১৯৬৭ থেকে পরবর্তী ৩০ বছর বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি তার সময়ে মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, রুমানিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। শাবানা মোট ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অসম্ভব জনপ্রিয় এই চলচ্চিত্র ব্যক্তিত্বের অভিনীত চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলায় শুরু হচ্ছে চলচ্চিত্র সপ্তাহ। ‘শাবানা চলচ্চিত্র সপ্তাহ’ শিরোনামে এই চলচ্চিত্রগুলো এটিএন বাংলায় প্রচার হবে রবি থেকে বুধবার সকাল ১০-৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩-১০ মিনিটে প্রচার হবে। শাবানা সপ্তাহের প্রথম দিনে আজ রবিবার প্রচার হবে বেলাল আহমেদ পরিচালিত ‘ঘর আমার ঘর’ চলচ্চিত্রটি। আগামীকাল প্রচার হবে বাদল খন্দকার পরিচালিত ‘বিশ্বনেত্রী’। ১৭ মার্চ প্রচার হবে বেলাল আহমেদের ‘বন্ধন’, ১৮ মার্চ প্রচার হবে মোস্তফা আনোয়ারের ‘বাংলার মা’, ১৯ মার্চ প্রচার হবে মোঃ শাহাবুদ্দিন পরিচালিত ‘সন্ধান’, ২০ মার্চ প্রচার হবে কামাল আহমেদের ‘ব্যাথার দান’, ২০ মার্চ প্রচার হবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘ভাবীর সংসার’।
×