ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ফিন্যান্সিয়াল ইউনিটের সম্পদ মূল্য ঘোষণা

প্রকাশিত: ০৬:২৭, ১৫ মার্চ ২০১৫

প্রাইম ফিন্যান্সিয়াল ইউনিটের সম্পদ মূল্য ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতে দেশের প্রথম ইউনিট ফান্ড ‘প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের’ নিট সম্পদ মূল্য ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। গত ৫ মার্চ প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের মোট সম্পদ মূল্য ক্রয়মূল্য অনুসারে ২০ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৭২১ টাকা এবং বাজারমূল্য অনুসারে টাকা ১৮ কোটি ৮০ লাখ ৭০ হাজার ১২৩ টাকা; সকল সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নিট সম্পদ মূল্য ক্রয়মূল্য অনুসারে টাকা ১০৯.৫১ এবং বাজারমূল্য অনুসারে টাকা ১০১.২২ ধার্য করা হয়েছে। বিএসআরএম স্টিল জমি কিনবে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড জমি কিনবে । বৃহস্পতিবার বিএসআরএমের ৯৯তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি গুদাম নির্মাণ করার জন্য নারায়ণগঞ্জের মৌজায় ৩৩৫.৪৫ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে ব্যয় হবে প্রায় ১১ কোটি ৩০ লাখ টাকা। আর গুদামটি নির্মাণ করতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৫০ কোটি টাকা।
×