ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরে পাওয়া জীবন নষ্ট করতে চাই না ॥ মিসবাহ

প্রকাশিত: ০৬:২১, ১৫ মার্চ ২০১৫

ফিরে পাওয়া জীবন নষ্ট করতে চাই না ॥ মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন নতুন করে জীবন ফিরে পাওয়া। চলতি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। আসরের প্রথম দুই ম্যাচেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয়ে কোনঠাসা হয়ে পড়েছিল পাকরা। তবে এরপর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুইয়ে ও আরব আমিরাতের বিরুদ্ধে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকরা। যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে দলটি এমনটাই মনে করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। এবার সেই নবজীবনটা কাজে লাগাতে চান তিনি। এখনও নিশ্চিত হয়নি কোয়ার্টার ফাইনাল। সেজন্য আজ হারাতেই হবে আয়ারল্যান্ডকে। সেটা করতেই বদ্ধপরিকর মিসবাহ। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হার এবং অন্যদিকে আয়ারল্যান্ডের দুর্দান্ত নৈপুণ্যের কারণে পাকিস্তানের চলতি বিশ্বকাপে ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তৃতীয় ম্যাচে জিম্বাবুইয়ের সঙ্গে অবশ্যই জিততে হবে এমন সমীকরণ নিয়ে শেষ পর্যন্ত সেটাই করতে সক্ষম হয়েছে পাকরা। টানা তিন ম্যাচ জিতেছে দল। তবু শেষ আট নিশ্চিত করতে হলে আজ আইরিশদের হারাতেই হবে। এ বিষয়ে মিসবাহ বলেন, ‘এ টুর্নামেন্টে আমরা নতুন করে জীবন পেয়েছি। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আমরা এটাকে অপচয় করব না। এখন আমাদের সামনে চারটি ম্যাচ আছে যার সবগুলোই জিততে হবে শিরোপা জয়ের জন্য। শুরুটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই হচ্ছে। সেজন্য আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে সোজাসাপ্টা।’ শিরোপা জেতার জন্য দ্বিতীয় আর কোন সুযোগ নেই। হারলেই বিদায়। এ বিষয় মিসবাহ বলেন, ‘কোন দ্বিতীয় সুযোগ নেই। যাও ইতিবাচক থাকো, বোলিংয়ের সময় উইকেট নিতে চেষ্টা করো এবং ব্যাটিংয়ের সময় রান করো এভাবেই চলতে হবে এখন। বোলাররা এখন পর্যন্ত দারুণ ভাল করেছেন। এবার ব্যাটসম্যানদের কিছু করে দেখানো বাকি।’ চলতি আসরে পাকরা ব্যাটিং নিয়েই বেশ দুশ্চিন্তায় আছে। ৪০ বছর বয়সী মিসবাহ নিজে ধারাবাহিক থাকলেও অন্যরা ভাল করতে ব্যর্থ হয়েছেন, নিয়মিত মিসবাহ ৫ ম্যাচে ৪ হাফসেঞ্চুরি করেছেন এখন পর্যন্ত। আগের পাঁচ ম্যাচে মাত্র একবারই ২৫০ রান পেরোতে সক্ষম হয়েছে পাকরা। এর মধ্যে দুর্বলতম দল আরব আমিরাতের বিরুদ্ধে ৬ উইকেটে ৩৩৯ রান তোলে তারা। জাতীয় স্কুল হকি স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের খেলায় ভিজে সরকারী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ফরিদপুর মুসলিম মিশনকে, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল ৩-১ গোলে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়কে হারায়। এছাড়া দিনাজপুর জিলা স্কুল ১-১ গোলে ফতুল্লা পাইলট স্কুলের সঙ্গে এবং আহমেদ বাওয়ানী একাডেমি ০-০ গোলে ড্র করে চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুলের সঙ্গে।
×