ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় অপহৃত ২

নাগরিক উদ্ধারে রেড ক্রিসেন্টের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ১৪ মার্চ ২০১৫

নাগরিক উদ্ধারে রেড ক্রিসেন্টের সহায়তা চেয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশী নাগরিককে দ্রুত উদ্ধারে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) সহায়তা চেয়েছে বাংলাদেশ। এদিকে অপহৃত দুই নাগরিককে দ্রুত উদ্ধারের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশী নাগরিককে দ্রুত উদ্ধারের লক্ষ্যে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস সেখানকার আইসিআরসির সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অপহৃত নাগরিকদের উদ্ধারের জন্য আইসিআরসির কাছে সহায়তা চাওয়া হয়। আইসিআরসি এ বিষয়ে সহায়তা দেয়ার জন্য আগ্রহও প্রকাশ করেছে। বিভিন্ন দেশে অপহৃত নাগরিককে উদ্ধারে উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক সংস্থা আইসিআরসি কাজ করে থাকে। এমন ক্ষেত্রে অবশ্যই লিবিয়ায় সশস্ত্র গ্রুপটির সঙ্গে আইসিআরসির যোগাযোগ থাকতে হবে। এক্ষেত্রে আইসিআরসি কতটা সহায়তা করতে পারবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়ে দুই বাংলাদেশীকে উদ্ধারের অনুরোধ জানিয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহৃত দুই নাগরিককে দ্রুত উদ্ধারের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। উভয় পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে এ আবেদন করা হয়েছে। গত ৬ মার্চ লিবিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় সিরাত শহরে একটি তেলখনিতে হামলা চালিয়ে ৯ জনকে অপহরণ করে সেখানকার কোন একটি সশস্ত্র জঙ্গী গ্রুপ। এর মধ্যে দুইজন বাংলাদেশী নাগরিক রয়েছেন। লিবিয়ায় আইএসসহ বেশ কয়েকটি সরকারবিরোধী সশস্ত্র গ্রুপ রয়েছে। তবে কোন্ গ্রুপ বাংলাদেশী নাগরিককে অপহরণ করেছে, সেটা এখনও নিশ্চিত নয় ত্রিপোলির দূতাবাস। লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশী নাগরিককে দ্রুত উদ্ধারের জন্য ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সেখানকার সকল বাংলাদেশী নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও বলা হয়েছে। ত্রিপোলির দূতাবাস জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে বিভিন্নভাবে তৎপরতা চালানো হচ্ছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, অপহৃত বাংলাদেশী নাগরিকদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। তবে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি দূতাবাস। ত্রিপোলির দূতাবাস জানায়, অপহৃতদের মধ্যে বেশ কয়েকজন ফিলিপিন্সের নাগরিক রয়েছে। তাই লিবিয়ায় বাংলাদেশ ও ফিলিপিন্স দূতাবাস নিজ নিজ দেশের নাগরিকদের একযোগে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়ায় এই মুহূর্তে বাংলাদেশের ৩৩ হাজার নাগরিক বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এখনই এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভাবছে না সরকার। তবে সেখানের সকল নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ত্রিপোলির দূতাবাসকে দুই বাংলাদেশী নাগরিককে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার সিরাত শহরে একটি তেলখনিতে হামলা চালিয়ে নয়জনকে অপহরণ করে জঙ্গীরা। সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে বন্দুকধারীরা ওই ৯ জনকে অপহরণ করে। এদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে। লিবিয়ায় অপহৃত অপর বাংলাদেশীর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তার বাড়ি নোয়াখালী। তবে আনোয়ারকে প্রথমে সুদানের নাগরিক বলে ভাবা হলেও পাশের আরেকটি তেলক্ষেত্রের এক নাগরিকের মাধ্যমে অপহৃত এই বাংলাদেশীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হন ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। লিবিয়ায় আল গানি তেলক্ষেত্রে আইএস বন্দুকধারীদের হামলা চালানোর পর ২১ বাংলাদেশী নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসের কর্মকর্তারা ওই তেলখনির দায়িত্বে থাকা কোম্পানি ভিএওএস এবং লিবিয়ার ন্যাশনাল অয়েল কোম্পানির সঙ্গেও যোগাযোগ রাখছেন। মধ্যপ্রাচ্যে জঙ্গীগোষ্ঠীর হাতে কোন বাংলাদেশী অপহৃত হওয়ার ঘটনা এই প্রথম।
×