ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিজয়ের সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:০৫, ১৪ মার্চ ২০১৫

বিজয়ের সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়ের কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিজয়ের কাঁধের সফল অস্ত্রোপচার করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগের তত্ত্বাবধানে। অফিসিয়াল ফ্যান পেজে নিজেই এ সুখবরটি দিয়েছেন এনামুল। বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন এনামুল। চোট মারাত্মক হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়েছেন জাতীয় দলের এই ওপেনার। ফ্যান পেজে এনামুল লিখেছেন ‘আলহামদুলিল্লাহ সফলভাবে কাঁধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।’ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩১তম ওভারের শেষ বলে অধিনায়ক প্রিস্টন মোমসেনকে বল করেন মাহমুদুল্লাহ রিয়াদ। লং লেগে পুল করেন মোমসেন। নিশ্চিত চার হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ওই চার ফেরাতে গিয়ে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন বিজয়। ঝাঁপিয়ে চার ফেরানো সম্ভব হলেও ভারসাম্য রক্ষা করতে না পারায় মাটিতে আছড়ে পড়ে ডান কাঁধে আঘাত পান তিনি। এরপর ফিজিও এবং সতীর্থদের কাঁধে চড়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন বিজয়।কী বিবিসির চেয়ে ভাল নয়? আমি মনে করি অবশ্যই ভাল।’ বিবিসি শব্দটি শুনে ফুটবলপ্রেমীদের অনেকেই হয়ত ধাক্কা খেতে পারেন। তবে নেইমার এখানে বিবিসির মানে বোঝাতে চেয়েছেন রিয়ালের আক্রমণভাগের ত্রয়ী তারকা বেল, বেনজেমা এবং ক্রিশ্চিয়ানোকে। আর এমএসএন মানে মেসি, সুয়ারেজ ও নেইমার। এ সময় নেইমার আরও বলেন, ‘আমি মনে করি প্রতিপক্ষকে সবসময়ই আমরা গুঁড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামি। সুয়ারেজ এবং মেসি বিশ্বসেরা খেলোয়াড়Ñ এটা বলার অপেক্ষা রাখে না। তাদের সঙ্গে খেলাটা সবসময়ই আনন্দের।’ পেলের তুরুপের তাস মেসি, রোনাল্ডো এবং নেইমার তিনজনই খেলবেন এই এল ক্ল্যাসিকোতে। প্রকৃতপক্ষে বর্তমানে কে সেরা সময় কাটাচ্ছেন তার প্রমাণও মিলবে রিয়াল-বার্সার এই মহারণে। তাই ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×