ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড মুখোমুখি আজ

প্রকাশিত: ০৫:০৪, ১৪ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে পুল-পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। আজ রয়েছে দুটি ম্যাচ। হোবাটে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে স্কটল্যান্ড। তার আগে অকল্যান্ডে পুল ‘বি’-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ জিম্বাবুইয়ে। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে পুল ‘এ’-এর লড়াই। ৩টি করে জয়ে সমান ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮। সুতরাং আজ প্রত্যাশিত জয় পেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে অসিরা। ৬ খেলার সব কটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে ৫ জয়ে পুল ‘বি’-এর শীর্ষে থাকা ভারত চাইবে শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টারে যেতে। সে লক্ষ্যে আজ দুর্বল জিম্বাবুইকে হারিয়ে ‘ছয়ে ছয়’ জয় তুলে নিতে চাইবে মহেন্দ্র সিং ধোনির দল। ১ জয় পাওয়া জিম্বাবুইয়ে আছে ষষ্ঠ স্থানে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় তাদের আর হারানের কিছু নেই। আজ তাই নির্ভার হয়ে মরণ কামড় দিতে চাইবে ব্রেন্ডন টেইলরের দল! বিশ্বকাপ শেষেই ইংলিশ কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবেন টেইলর। বিদায়ের আগে ভাল কিছু পাওয়ার আশায় তিনি। তবে আশা পূরণ মোটেও সহজ নয়। কারণ টানা ৫ জয় তুলে নিয়েছে ভারত। তৃতীয় শিরোপার লক্ষ্যে উড়তে থাকা দলটিতে আছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের মতো তুখোড় সব পারফর্মার। প্রতিপক্ষ দুর্বল বলে এতটুকো ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন পেসার শামি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাঠ যেহেতু বড়, তাই আপনার হাতে অনেক কৌশল আছে। বোলিংয়ে বৈচিত্র্য আনার কাজটি করে যেতে হবে। হোক জিম্বাবুইয়ে, এখানে ভুল করা প্রতিপক্ষকে সুযোগ দেয়া যাবে না। আমরা সেরাটাই দেব।’ অন্যদিকে ৫ ম্যাচে এখনও পর্যন্ত জয়ের দেখা না পাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণই! স্কটিশদের হারিয়ে মাইকেল ক্লার্কের দল চাইবে পুল ‘এ’-এর দ্বিতীয় স্থান দখল করতে। কোয়ার্টারের আগে অবশ্য দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছে অসিরা। ‘কিছু খেলোয়াড়ের জন্য এটা দারুণ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়।’ স্বাগতিক অস্ট্রেলিয়া সর্বাধিক ৪ বারের চ্যাম্পিয়ন। এবারও শিরোপার লক্ষ্য নিয়ে নেমেছে তারা। সুতরাং দুর্বল স্কটিশদের বিপক্ষে একাধিকবার রেকর্ড গড়ে জয় পেতে পারে মাইকেল ক্লার্ক বাহনী! আগের ম্যাচে খেলানো জাভিয়ের ডোহার্টিকে বাসিয়ে আজ পেসার প্যাট কামিন্সকে সুযোগ দেয়া হতে পারে। প্রতিপক্ষ নয়, অস্ট্রেলিয়ার ভয়ের কারণ হতে পারে বৃষ্টি। হোবার্টের আবহাওয়ার পূর্বাভাসে তেমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে। আবহাওয়ার ওপর কারও হাত নেই। তবে বিশ্বকাপের হট-ফেবারিট অসিদের বিপক্ষে খেলাটাকে কঠিনই মানছেন প্রিস্টন মমসেন। স্কটিশ অধিনায়ক বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য বড় এক ম্যাচ। আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা সবসময় সম্মানের। আমরা ভাল দর্শক আশা করছি। বিশ্বকাপের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করতে পারলে মন্দ হবে না। তা না হলেও ভবিষ্যতে ভাল কিছুর স্বাক্ষর রাখতে চাই।’ আর ২৯ রান হলেই তৃতীয় স্কটিশ হিসেবে ওয়ানডেত ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বড় তারকা কেইল কোয়েটজার।
×