ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশদের সান্তনার জয়

প্রকাশিত: ০৫:০৪, ১৪ মার্চ ২০১৫

ইংলিশদের সান্তনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষেই বিদায় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। যে কারণে গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। আর একাদশতম আসরের শেষ ম্যাচে অনায়াস জয়েই বিশ্বকাপ শেষ করল ইয়ন মরগানের দল। ‘বি’ গ্রুপের এই ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। এই জয়ের পর ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করল ইংলিশরা। আর সমানসংখ্যক ম্যাচে ১ জয়ের সৌজন্যে ২ পয়েন্ট নিয়ে আফগানদের বিশ্বকাপ অভিযান শেষ হলো পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। এদিকে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হেরে গেলে ষষ্ঠ স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করবে আফগানরা। আর যদি স্কটল্যান্ড জেতে সেক্ষেত্রে রান রেটের হিসাবে নির্ধারিত হবে ‘এ’ গ্রুপের ষষ্ঠ স্থানের দল হবে কোন্টি। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। শুরুটা মোটেও ভাল হয়নি তাদের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। দলীয় ৯৩ রানেই প্রথম সারির ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফগানিস্তান। এরপর শফিকুল্লার ৩০ রানের সৌজন্যে দলীয় স্কোর শত রানের কোঠা পার করে। কিন্তু একপর্যায়ে ৩৬. ২ বলে ৭ উইকেটের বিনিময়ে ১১১ রানে পৌঁছায় আফগানিস্তান। ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। ফলে খেলাও বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর খেলা শুরু হলেও টুর্নামেন্টের নিয়মনুযায়ী আর ব্যাটিংয়ে নামতে পারেনি আফগানিস্তান। এর ফলে বৃষ্টি আইনে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১০১। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট চালায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৮৩ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান এ্যালেক্স হেলস ও ইয়ান বেল। হেলস ৩৩ বলে ৩৭ রান করে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম অর্ধ-শতক তুলে নেন বেল। শেষ পর্যন্ত ৫৬ বলে ৫২ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন বেল। তার সঙ্গী জেমস টেইলর অপরাজিত ছিলেন ৮ রানে। বল হাতে ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান। স্কোর ॥ আফগানিস্তান ॥ ১১১/৭ (৩৬.২ ওভার; শফিকুল্লা ৩০, নাসির জামাল ১৭; ক্রিস জর্ডান ২/১৩)। ইংল্যান্ড ॥ (টার্গেট ২৫ ওভারে ১০১ রান) ॥ ১০১/১ (১৮.১ ওভার; বেল ৫২, হেলস ৩৭; হামিদ হাসান ১/১৭)। ফল ॥ ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ক্রিস জর্ডান (ইংল্যান্ড)।
×