ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মাহমুদুল্লাহর প্রশংসা ম্যাককুলামের কণ্ঠে

প্রকাশিত: ০৫:০৩, ১৪ মার্চ ২০১৫

মাহমুদুল্লাহর প্রশংসা ম্যাককুলামের কণ্ঠে

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দলকে জয়ী হওয়ার উপযোগী একটা সংগ্রহ গড়তে মূল ভূমিকা পালন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি বিশ্বকাপে দারুণ ধারাবাহিক তিনি। ব্যাটে রানের ফুলঝুরি। এ কারণেই ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইংল্যান্ড ম্যাচের পর বলেছিলেন, ‘তামিম-মুশফিক বাংলাদেশের অনেক ভাল ব্যাটসম্যান। কিন্তু ধারাবাহিকতার দিক থেকে বিবেচনা করলে মাহমুদুল্লাহ তাঁদের চেয়েও ভাল বলে মনে করি।’ সৌরভের কথাই যেন রাখলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শতক হাঁকালেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা অপরাজিত ১২৮ রানের সুবাদে লড়াকু এক সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ দল। ৬ বোলার ব্যবহার করেও মাহমুদুল্লাহকে থামাতে পারেননি কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। ম্যাচ শেষে তাই তাঁর কণ্ঠেও ঝরল মাহমুদুল্লাহর প্রশংসা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জে ফেলার পুরো কৃতিত্বই মাহমুদুল্লাহর।’ টানা দুই ম্যাচে শতক। বাংলাদেশের পক্ষে দ্বিতীয়বার। আর বিশ্বকাপে এমন ঘটনা অষ্টমবার। এবার টানা চার সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তবে টানা দুই শতক আছে এর আগে মার্ক ওয়াহ, রাহুল দ্রাবিড়, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও সাঈদ আনোয়ারের। সেই কাতারে এখন মাহমুদুল্লাহও। তাঁর পক্ষে সম্ভব পরের ম্যাচেও শতক হাঁকানো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলনায়কের ভূমিকায় থাকা সাকিব আল হাসানও বললেন সেই কথা, ‘মাহমুদুল্লাহ দারুণ এক বিশ্বকাপ কাটাচ্ছেন। আমার মনে হয় তিনি পরের ম্যাচেও সেঞ্চুরি পাবেন। সাঙ্গাকারা যদি পারেন মাহমুদুল্লাহ কেন নয়?’ কিউই পেসাররা এদিন শুরু থেকেই দাপট দেখিয়ে চেপে ধরেছিলেন বাংলাদেশী ব্যাটসম্যানদের। দলীয় মাত্র ২৭ রানের মধ্যেই দুটি উইকেট দখলও করে নেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশের রানের গতিটাকেও একেবারেই শ্লথ করে দিয়েছিলেন। তবে আগের ম্যাচগুলোর মতো এবারও উইকেটে আসার পর পরিস্থিতি পাল্টে যায় বাংলাদেশ দলের। রানের গতিও বাড়তে থাকে আর দলকেও ভাল একটি অবস্থানে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ৭ উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ তাঁর দুর্দান্ত এ ইনিংসের সুবাদে। যা পরবর্তীতে নিউজিল্যান্ডের জন্যও বড় চ্যালেঞ্জ হয়েছে ছোঁয়া। এ কারণে ম্যাচ শেষে কিউই দলপতি ম্যাককুলাম প্রশংসা করলেন মাহমুদুল্লাহর। তিনি বলেন, ‘মাহমুদুল্লাহকে কৃতিত্ব দিতেই হবে। অনেক ভাল ব্যাটিং করেছেন তিনি। সব বলকেই ভালভাবে বিবেচনা করে মেরেছেন। তাঁর দারুণ সেঞ্চুরির কারণেই বাংলাদেশ দল ভাল একটি সংগ্রহ পেয়েছে এবং নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়তে পেরেছে।’
×