ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে সাধারণ মানুষ

প্রকাশিত: ০৪:৫৩, ১৪ মার্চ ২০১৫

কেরানীগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ মার্চ ॥ কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল-অবরোধে দুর্বৃত্তদের নাশকতা ঠেকাতে দিন রাত পাহারা দিচ্ছে। হরতাল অবরোধ নাশকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ১২টি ইউনিয়নের হাজার হাজার মানুষ। ক্রমাগত হরতাল অবরোধে সারাদেশসহ কেরানীগঞ্জে যাতে আর কোন নাশকতার শিকার না হয় সেজন্য তারা যুদ্ধে নেমেছে। অন্যদিকে দুর্বৃত্তরাও সুযোগ খুঁজছে কখন কোন স্থানে নাশকতা সৃষ্টি করে গাড়িতে আগুন দেয়া যায়। এ নিয়ে এখন উত্তেজনা বিরাজ করছে কেরানীগঞ্জে। বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষে গড়ে ওঠা ১২টি ইউনিয়ন কোন্ডা, তেঘরিয়া, শুভাঢ্যা, আগানগর, জিনজিরা, কালিন্দী, শাক্তা, বাস্তা, রুহিপুর, তাড়ানগর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নের গ্রামগুলোতে ১৫ লক্ষাধিক লোকের বসবাস। এই এলাকাগুলোর অধিকাংশ মানুষের পেশা ব্যবসা। এখানে নামে মাত্র বিএনপি ও জামায়াতের ডাকা লাগাতার হরতাল-অবরোধে কার্যকরী কিছুই ঘটাতে পারছে না। কেরানীগঞ্জের আয়তন ১শ’ ৬৭ বর্গ কিলোমিটার। দুর্বৃত্তচক্র অত্র এলাকায় নাশকতা যেন ঘটাতে না পারে সেইজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমীক লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা পর্যন্ত দিন রাত জেগে দুর্বৃত্তদের পাহারা দিচ্ছে।
×