ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাঁধ ভাঙ্গন, সেচ ব্যাহত

প্রকাশিত: ০৪:৫০, ১৪ মার্চ ২০১৫

নীলফামারীতে বাঁধ ভাঙ্গন, সেচ ব্যাহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইঁদুরের গর্ত আর পানির চাপে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সেচ ক্যানেলের বাঁধ কাম পরিদর্শন পাকা সড়ক ভেঙ্গে গেছে। এতে করে নীলফামারী বিস্তীর্ণ এলাকার সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে বোরো চাষীরা। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাড়ি ওই ক্যানেলের প্রায় ১৫ ফুট বাঁধ ভেঙ্গে যায়। পানি উন্নয়ন বোর্ড বিধ্বস্ত বাঁধ মাটি ফেলে মেরামতে কাজ করছে। জানা যায়, সম্প্রতি উজান থেকে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পায়। নদীতে পানি আসায় সেচ ক্যানেলগুলো পানিতে ভরতে থাকে। এতে সেচ নির্ভর বোরো আবাদে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের কমান্ড এলাকার কৃষকরা নিয়মিত সেচ সুবিধা ভোগ করে আসছে।
×