ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ ॥ হামলা ভাংচুর

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৫

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ ॥ হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চাচার সঙ্গে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের বামনাবামনি মাঝাপাড়া গ্রামে। এর আগেও ওই চাচাই ভাতিজাদের ওপর হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়া ও মাথা ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটিয়ে উল্টো ভাতিজাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। বড় ভাইয়ের ছেলেদের সঙ্গে জমির মালিকানা নিয়ে ইলিয়াছ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ অবস্থায় গত ৫ মার্চ চাচা ইলিয়াছ আলী বিরোধপূর্ণ জমি দখল নিয়ে ভাতিজাদের ওপর হামলা চালায়। এতে ভাতিজা রশিদুল (৪২) ও তার স্ত্রী অহিমা (৩৫), লিয়াকত (৩৫) ও তার স্ত্রী মারুফা (৩০), ময়নুল (৩০) ও তার স্ত্রী আর্জিনা (২৫) সহ জনকে বেধড়ক মারপিট করে আহত করে। ভাতিজাদের অভিযোগ, আমরা বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর সন্ধ্যায় জলঢাকা থানায় আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যে অভিযোগ নিয়ে এসে মামলা দায়ের করেন।
×