ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:০৭, ১৪ মার্চ ২০১৫

বরিশালে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেয়া ও সাম্প্রতিককালের অবরোধ এবং হরতালের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মঞ্চস্থ করা হয়েছে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ নামের মঞ্চ নাটক। জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিনে বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাটকটি মঞ্চস্থ করে। নাটকটি উপস্থিত দর্শকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি মোঃ আতাউর রহমান হাওলাদারের সভাপতিত্বে অতিথি ছিলেন রতœপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিকদার আবুল কালাম, অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শাহজাহান, প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, গভর্নিং বডির সদস্য আলী হোসেন হাওলাদার, মিয়া জয়নাল আবেদীন, কুলসুম বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কমিটির আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ ভূঁইয়া প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
×