ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাধিক চলচ্চিত্রে শহীদুজ্জামান সেলিম

প্রকাশিত: ০৪:০৭, ১৪ মার্চ ২০১৫

একাধিক চলচ্চিত্রে শহীদুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার ॥ একাধিক চলচ্চিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত অভিনয় করে চলেছেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সেমিলম অভিনীত সোহলে আরমান পরিচালিত ‘এই তো প্রেম’ চলচ্চিত্র। এছাড়া তিনি যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলো হচ্ছে নাদের চৌধুরীর ‘লালচর’, রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’, তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’। প্রতিটি চলচ্চিত্রেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। ‘এই তো প্রেম’ চলচ্চিত্রে একটি কলেজের দফতরি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শহীদুজ্জামান সেলিম বলেন, আমি এই মুহূর্তে যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করছি তার কোনটাতে আমি ৬৫ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছি আবার কোনটাতে আরও একটু কম বয়সের। তবে বেশির ভাগই নেগেটিভ চরিত্র। শহীদুজ্জামান সেলিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’। শহীদুজ্জামান সেলিম প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘একাত্তরের যীশু’তে। এরপর তিনি আবদুল্লাহ আল মামুনের ‘বিহঙ্গ’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, মুরাদ পারভেজের ‘চন্দ্র গ্রহণ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ও রেদওয়ান রনির ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ‘চোরাবালি’তে অভিনয় করেই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
×