ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূমিকম্প এবং বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪১, ১৪ মার্চ ২০১৫

ভূমিকম্প এবং বাংলাদেশ

চোখের পলকে ঘটে যাওয়া মহাবিপদের নাম ভূমিকম্প। ভূমিতে বিশাল কম্পনের মাধ্যমে চুরমার হয়ে যেতে পারে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রকৃত চিত্র। পাহাড়, পর্বত, বন, টিলা প্রভৃতির আকার পরিবর্তন হতে পারে। সুনামি সময় দিলেও ভূমিকম্প কোন সময় দিতে নারাজ। যন্ত্রে ধরা পড়ার আগেই জান ও মালের এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে ভূমিকম্প আঘাত হানা স্থানসমূহের সুউচ্চ সব দালানকোঠা। শত শত, হাজার হাজার এমনকি লাখ লাখ মানবের মৃত্যু হতে পারে। জ্বালানি খাত, তেল, গ্যাস, বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মৎস্য, ফার্ম, পশু, জীব জানোয়ার নিঃশেষ হয়ে যাবে। কৃষি ক্ষতিগ্রস্ত হবে, খাদ্যর চরম অভাব দেখা দেবে। স্বাস্থ্য খাত ভেঙ্গে পড়বে। বিশুদ্ধ পানীয় জলের সঙ্কট দেখা দেবে। পয়নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। পরিবেশে বিপর্যয় অবধারিত। জানা গেছে, ভূমিকম্পে আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ভূমিকম্পে আক্রান্তের হাত থেকে বাঁচতে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। এম আলী শ্রীনগর, মুন্সীগঞ্জ।
×