ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিকরিতে জিহাদীরা অবরুদ্ধ

প্রকাশিত: ০৩:৩৪, ১৪ মার্চ ২০১৫

তিকরিতে জিহাদীরা অবরুদ্ধ

ইরাকি বাহিনী তিকরিতে ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট জিহাদীদের অবরুদ্ধ করে ফেলেছে। বুধবার তিকরিতে ও এর আশপাশে ব্যাপক সাফল্যের পর কমান্ডাররা এই মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাগদাদে আইএসের বিরুদ্ধে যুদ্ধে বৃহত্তম বিজয় অর্জন সময়ের ব্যাপার মাত্র। খবর এএফপির। সালাহেদ্দিন প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রী খালেদ আল-ওবায়েদি সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী এখন আমরা দ্বিতীয় ধাপের অভিযানের জন্য অগ্রসর হচ্ছি।’ অভিযানের ১১তম দিন বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমাদের যত কম সম্ভব ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা অনেক আশাবাদী। সময় এখন আমাদের অনুকূলে।’ আইএস গ্রুপের কাছ থেকে তিকরিত নগরীর পুনর্নিয়ন্ত্রণ নিতে তাদের এই সর্বশেষ ও বড় ধরনের অভিযান শুরুর পর থেকে কতজন হতাহত হয়েছে তা জানানো হয়নি। গত জুন মাস থেকে আইএস তিকরিত দখল করে আছে। তবে যুদ্ধাঞ্চলে প্রায় প্রতিদিনই অনেক লোক নিহত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে সরকারী বাহিনী ভাল অবস্থানে থাকলেও আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলা, গোপন ফাঁদ ও অতর্কিত আক্রমণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তিকরিতের গ্রাম আলবু আজিলে পুলিশ স্টাফ মেজর জেনারেল বাহা আল-আজ্জাবি এএফপিকে বলেন, ‘আমরা হতাহত এড়াতে চাই বলেই আমরা এক্ষেত্রে কোন তাড়াহুড়া করতে চাই না।’
×