ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনৈতিক অঞ্চল হচ্ছে জামালপুরে

প্রকাশিত: ০৩:৩২, ১৪ মার্চ ২০১৫

অর্থনৈতিক  অঞ্চল হচ্ছে জামালপুরে

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় বাংলাদেশে ৩টি বেসরকারী ও বিদেশীদের জন্য দুটিসহ মোট ২৫টি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকা-কে আরও গতিশীল করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নে জমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খসরা ডিপিপিতে ২০১৫-২০১৬ থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ভূমি অধিগ্রহণের জন্য ৬ হাজার ৬৬২ কোটি ১৯ লাখ টাকা অর্থব্যয়ের প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য শিগগির এ প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। জানা গেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান প্রবণ চৌধুরী প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ এবং অর্থসচিবের কাছে এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের প্রক্ষেপণে উন্নয়ন বাজেটে রাজস্ব খাতে যথাক্রমে ২ হাজার ৪শ’ ৭৩ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১০ কোটি ১৮ লাখ এবং ২ হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখতে ও প্রক্ষেপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ আছে। ২০১৫-২০১৬ অর্থবছরের গাজীপুরে একটি, চট্টগ্রামে দুটি ও জামালপুরে একটি অর্থনৈতিক অঞ্চল করা হবে। জাপানী বিনিয়োগকারীদের জন্য গাজীপুরের শ্রীপুরে ব্যক্তি মালিকানাধীন ৫১০ একর জমি অধিগ্রহণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৯১৮ কোটি টাকা যা রাজস্ব খাত থেকে ডিপিপির মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা-২-এর ২২৫ একর সরকারী ও ৬১৮ একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে। জামালপুরের আদর্শ বটতলায় জমি অধিগ্রহণ করা হবে ৪৮৮ একর। এর মধ্যে সরকারী জমি ৯৩ একর এবং বেসরকারী ৩৯৫ একর। এতে ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।
×