ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

প্রকাশিত: ০৭:০১, ১৩ মার্চ ২০১৫

খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ ছাত্রছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। কটকা ট্র্যাজেডির এ দিনটিতে প্রতি বছর খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, শোকসভা ও স্মৃতিচারণ, প্রদীপ প্রজ্বলন, তথ্যচিত্র প্রদর্শন প্রভৃতি। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ মার্চ ॥ ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে মেলা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ চৌধুরী লায়লা আনজুমান্দ বানু প্রমুখ। মির্জাপুরে মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ মার্চ ॥ মির্জাপুরের গোড়াই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফারুক, মীর এনায়োত হোসেন মন্টু, মাসুম আহমেদ, মীর শরীফ মাহমুদ, মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামীমা আক্তার শিফা, জাকির হোসেন মোল্লা ও লুৎফর রহমান প্রমুখ।
×