ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল

প্রকাশিত: ০৬:৫১, ১৩ মার্চ ২০১৫

লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি পদ্মা অয়েল সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। এই কোম্পানির যেসব বিনিয়োগকারীরা এখনও লভ্যাংশ পায়নি, তাদের পদ্মা অয়েলের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা-পদ্মা ভবন, স্ট্যান্ডার্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম। মোবাইল নং ০৩১৬১৪২৩৫। প্রসঙ্গত, পদ্মা অয়েল সমাপ্ত অর্থবছরে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। বার্জার পেইন্টসের সভা সোমবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করা হতে পারে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
×