ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত

প্রকাশিত: ০৬:৫০, ১৩ মার্চ ২০১৫

পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। সকালে লেনদেনের গতি কিছুটা কম থাকলেও দিনশেষে ডিএসইর লেনদেন সোয়া তিন শ’ কোটি টাকা ছাড়িয়েছে। প্রধান বাজারের মতো অপর চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচকই কমেছে। তবে সেখানে একদিনে লেনদেন কমেছে প্রায় ১০ কোটি টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে বেশিরভাগ কোম্পানির দরপতনের কারণে লেনদেনের গতি কিছুটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সেখানে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭৭ লাখ টাকার। বুধবার এ বাজারে লেনদেন হয়েছিল ৩১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবারে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। আগের দিনের ধারাবাহিকতায় সূচকের বড় ধরনের নিম্নগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত উচ্চ আদালতের শুনানির দিন পিছিয়ে দেয়ায় সূচকের পতন কিছুটা কমতে থাকে। তবে দিনে একটিবারের জন্যও সূচক উর্ধমুখী প্রবণতায় ফিরে আসেনি। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ পয়েন্ট কমে নেমে গেছে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- এসিআই, শাশা ডেনিম, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, ইফাদ অটোস, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, এসিআই ফরমুলেশন এবং সিভিও পেট্রো কেমিক্যাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- নদার্ন জুটস, আনোয়ার গ্যালভানাইজিং, রেনউইক যজ্ঞেশ্বর, পপুলার লাইফ, ইস্টার্ন কেবল, ওয়াটা কেমিক্যাল, ম্যারিকো, বার্জার পেইন্টস, এসিআই, রেকিট বেনকিজার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- এসআইবিএল, শাহজিবাজার পাওয়ার, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রো কেমিক্যাল, ইউসিবিএল ও ঢাকা ব্যাংক। বৃহস্পতিবার দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে সেখানে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। দিনটিতে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- শাশা ডেনিমস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ইফাদ অটোস, সিঙ্গার বাংলাদেশ, মবিল যমুনা বাংলাদেশ ও সিভিও পেট্রো কেমিক্যাল।
×