ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন সংযোজন পুরুষদের ফুটবল

ইন্দো-বাংলা গেমস পেছাল

প্রকাশিত: ০৬:৪৮, ১৩ মার্চ ২০১৫

ইন্দো-বাংলা গেমস পেছাল

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দো-বাংলা গেমস পেছাল এক মাস। চতুর্থ এ আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে, বাংলাদেশে। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ও বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের (পশ্চিমবঙ্গ) পারস্পরিক আলোচনার ভিত্তিতে নতুনভাবে তারিখ নির্ধারণ করা হয়েছে ৭-১০ মে। এছাড়া আরেকটি নতুন সংবাদ হচ্ছে- আসন্ন গেমসে যোগ হচ্ছে আরও ইভেন্ট। সেটি হচ্ছে পুরুষ অনুর্ধ-২৩ ফুটবল। এতদিন মহিলা ফুটবল অনুষ্ঠিত হলেও পুরুষ ফুটবল ছিল না। জানা গেছে, সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন না হওয়াতেই যথাসময়ে আয়োজিত হচ্ছে না দুই বাঙলার এই ক্রীড়া আসর। তবে গেমস পেছালেও অনুশীলন ক্যাম্প অব্যাহত থাকবে। এদিকে নতুন তারিখ অনুযায়ী ইন্দো-বাংলা গেমস আয়োজন সম্পন্ন করতে একটি সাংগঠনিক কমিটি করা হয়েছে। কমিটির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এ ছাড়া দুই পৃষ্ঠপোষক হচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জাতীয় স্কুল হকি স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের খেলায় রিচি উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে হারায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়কে। এছাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ২-২ গোলে বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমি, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ৩-৩ গোলে ঢাকা বিএএফ শাহীন স্কুলের সঙ্গে এবং পুলিশ লাইন্স স্কুল, ফদিরপুর ১-১ গোলে ড্র করে জেএম সেন উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। ‘গ’ গ্রুপ থেকে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ‘ঘ’ গ্রুপ থেকে জেএম সেন উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম ও ফরিদপুর পুলিশ লাইন্সের পয়েন্ট সমান (৭) হওয়ায় গোল ব্যবধানে জেএম সেন উচ্চ বিদ্যালয় কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ইতোপূর্বে ‘ক গ্রুপ থেকে রফিকউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, কুমিল্লা ও ‘খ’ গ্রুপ থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট কোয়ার্টার নিশ্চিত করে।
×