ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ ॥ কলেজ ছাত্রসহ নিহত তিন, আহত ছয়

প্রকাশিত: ০৬:২৭, ১৩ মার্চ ২০১৫

শ্রীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ ॥ কলেজ ছাত্রসহ নিহত তিন, আহত ছয়

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ মার্চ ॥ শ্রীপুরে বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে রাখা ট্রাকের সঙ্গে চলন্ত একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কলেজ ছাত্রসহ ট্রেনের তিন যাত্রী নিহত ও ছয় যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের কলিম উদ্দিনের ছেলে শিখর আহমেদ (১৯), একই উপজেলার শহীদ নগর গ্রামের আইসক্রিম বিক্রেতা মোস্তফা কামাল (৫৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। শিখর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের পাশে মাইজপাড়া এলাকায় লেরলাইন ঘেঁষে বৃহস্পতিবার সকালে একটি ট্রাক পার্কিং করা হয়। এ সময় এই রুট দিয়ে জামালপুর থেকে যাত্রীবাহী কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি বেলা ১১টার দিকে ওই স্থান অতিক্রমের সময় চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রেন ও ট্রাকের চাপায় পড়ে ট্রেনের ঝুলন্ত যাত্রী শিখর আহমেদ ও মোস্তফা কামাল ঘটনাস্থলেই নিহত এবং অপর ছয় যাত্রী আহত হয়। এ সময় স্থানীয়রা আহত জাহাঙ্গীর আলম, টিটু মিয়া, জহিরুল ইসলাম, অনিক মিয়া, মুকুল ইসলাম, জুয়েল রানা ও শিখন মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেয়ার পথে জাহাঙ্গীর আলম মারা যায়। অন্যদিকে সেখান থেকে গুরুতর আহত মুকুল, জুয়েল এবং টিটুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানা পুলিশ ট্রাকটি আটক করেছে।
×