ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে বানৌজা আবু বকরের যাত্রা

প্রকাশিত: ০৬:২৩, ১৩ মার্চ ২০১৫

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে বানৌজা আবু বকরের যাত্রা

আগামী ১৭ হতে ২২ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার লংকাউইয়ে অনুষ্ঠিতব্য ‘লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এ্যান্ড এ্যারোস্পেস এক্সিবিশন (লিমা) ২০১৫’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আবু বকর’। বৃহস্পতিবার দুপুরে নৌ জেটি ত্যাগের সময় জাহাজটিকে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আখতার হাবীবসহ স্থানীয় নৌ কর্মকর্তা, প্রদর্শনীতে গমনকারী নৌ কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ। ছয় দিনব্যাপী বৃহৎ এই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। প্রদর্শনীতে মেরিটাইম ও মহাকাশ বিষয়ক সেমিনার এবং ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে। বানৌজা ‘আবু বকর’-এর অধিনায়ক ক্যাপ্টেন এম মাহমুদুল মালেকের নেতৃত্বে ১৭ কর্মকর্তা, ১১ প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ১৭২ নাবিকসহ মোট ২০০ জন এই আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগদান করবেন। মালয়েশিয়ায় লিমা-২০১৫ এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে বানৌজা ‘আবু বকর’ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে দুইদিনের শুভেচ্ছা সফরে যাবে। সফর শেষে জাহাজটি আগামী ৩১ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ॥ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার মিরপুর-১৪ তে নাবিক কলোনি শহীদ মোয়াজ্জম হলে নাবিকদের সহধর্মিণীদের সঙ্গে মতবিনিময় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম হাফিজা হাবিব। এছাড়া অন্যান্যের মধ্যে বিএনএফডব্লিউএর কেন্দ্রীয় কমিটি, বিএনএফডব্লিউএ ঢাকা শাখা ও লেডিস ক্লাব ঢাকার সদস্যবৃন্দসহ উর্ধতন নৌ কর্মকর্তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×