ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবন সংগ্রাম

প্রকাশিত: ০৬:১৫, ১৩ মার্চ ২০১৫

জীবন সংগ্রাম

নাম মোঃ সেন্টু। বয়স হবে চল্লিশের মতো। দীর্ঘ জীবন সংগ্রামের পর বরিশাল থেকে ১৯৮২ সালে ঢাকায় আসেন। সূত্রাপুর এলাকায় রাস্তার ধারে একটি লন্ড্রি চালান। কঠোর পরিশ্রমের ফলে লন্ড্রিটি এখন ভালই চলছে। প্রতিদিন তার রোজগার তিন শ’ থেকে চার শ’ টাকা। এ দিয়ে কোনরকমে স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে সংসার চলে তাঁর। সেন্টুর নিত্যদিনের জীবন সংগ্রামের ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×