ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্পেনে বামপন্থীদের উত্থান হচ্ছে দ্রুত

প্রকাশিত: ০৪:২১, ১৩ মার্চ ২০১৫

স্পেনে বামপন্থীদের উত্থান হচ্ছে দ্রুত

স্পেনের বামপন্থী রাজনৈতিক দল পোডেমোসের প্রতিষ্ঠাতা পাবলো ইগলেসিয়াস। পাবলো ইগলেসিয়াসের পোডেমোস স্পেনের রাজনৈতিক প্রতিষ্ঠানকে কাঁপিয়ে দিচ্ছে তীব্রভাবে। এবং গ্রীসে কৃচ্ছ্রতাবিরোধী বার্তা প্রদানের মধ্য দিয়ে জানুয়ারিতে ক্ষমতায় আসে যে বামপন্থী দলটি তার প্রতিবিম্ব পড়ছে পোডেমোসের ওপর। ইগলেসিয়াস তার নতুন দলের দফতরে সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, আমি কখনও ভাবিনি, আমি সরকারের প্রেসিডেন্ট হতে পারি। কিন্তু, আমি মনে করি, আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি, যাতে বোঝা যায়, তার সম্ভাবনা আছে। এ মুহূর্তে সে সম্ভাবনা থাকছে বেশ দূরে। কারণ, ইগলেসিয়াসের আমলে যে প্রথম চ্যালেঞ্জটি রয়েছে তা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইগলেসিয়াস (৩৬) তার গ্রীক প্রতিপক্ষদের মতোই যাত্রা শুরু করেছেন। তাই বলা যায়, চরম বামপন্থী একটি দল কি পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান ভেঙ্গে দিতে এবং জাতীয়ভাবে নির্বাচিত হতে পারবে? দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে, তার দলটির সত্যই কি মিল রয়েছে কথার সঙ্গে? ইগলেসিয়াস মাত্র গত বছর তার দল পোডেমোস প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রবিজ্ঞানের একনিষ্ঠ ছাত্র ইগলেসিয়াস ১৪ বছর বয়সে কমিউনিস্ট পার্টির যুব সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি এ বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ধীরগতিতে। তিনি চেষ্টা করছেন তার দলের পরিকল্পনা প্রস্তুত করতে এবং এর পক্ষে প্রচারের বিস্তৃতি ঘটাতে ইগলেসিয়াস পোডেমোস ও গ্রীসের সিরিজার মধ্যে তুলনা করার বিষয়টিকে স্বাগত জানান। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×