ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৩৭, ১২ মার্চ ২০১৫

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সকালে পরিবহন ধর্মঘট ডেকে রাতে তা প্রত্যাহার করেছে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামানের নেতৃত্বে এক সমঝোতা বৈঠকের পর বাস-ট্রাক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন। এর আগে বুধবার সকালে রাজশাহী জেলায় বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঘুষ দাবিসহ নানান অনিয়মের প্রতিবাদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দিয়েছিল। (পূর্ববর্তী খবর ১৫-এর পৃষ্ঠায়)
×