ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতার মাসে দিতির টেলিফিল্ম ‘ভালবাসা হয়ে যায়’

প্রকাশিত: ০৬:৫১, ১২ মার্চ ২০১৫

স্বাধীনতার মাসে দিতির টেলিফিল্ম ‘ভালবাসা হয়ে যায়’

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা মাসে প্রচার হতে যাচ্ছে, পারভীন সুলতানা দিতি নির্মিত টেলিফিল্ম ‘ভালবাসা হয়ে যায়’। টেলিফিল্মটি রচনা করেছেন, শারমিন চৌধুরী ইফশিতা। এতে দিতির নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করেছেন, লাক্সতারকা নাদিয়া আফরিন মিম। তবে টেলিফিল্মটি ভালবাসা দিবসে প্রচারের লক্ষ্যে নির্মাণ করেছিলেন, পারভীন সুলতানা দিতি। তখন টেলিফিল্মের নাম ছিল ‘ভ্যালেন্টাইন অথবা ভালবাসা’। কিন্তু শেষ পর্যন্ত এটি ভালবাসা দিবসে প্রচার হয়নি। এ টেলিফিল্ম প্রসঙ্গে দিতি বলেন, সবকিছুই ঠিকঠাক মতো করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে টেলিফিল্মটি ভালবাসা দিবসে প্রচার সম্ভব হয়নি। তাই নামটি বদলেছি। এখন নাম দিয়েছি ‘ভালবাসা হয়ে যায়’। খুব ভাল একটি টেলিফিল্ম নির্মাণ করেছি। আশা করি দর্শকের ভাল লাগবে। দিতি জানান, স্বাধীনতার মাসেই এটি চ্যানেল আইতে প্রচার হবে। এ টেলিফিল্মটি প্রযোজনা করেছে, ইমপ্রেস টেলিফিল্ম। এদিকে দিতি গতকাল মাইনুল হাসান খোকনের নির্দেশনায় এশিয়ান টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘জীবনের গল্প’র শূটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রের কাজ। এনটিভিতে প্রচার হচ্ছে, তার অভিনীত ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকটি। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে, সাখাওয়াত মানিকের নির্দেশনায় ও রুদ্র মাহফুজের রচনায় ‘মেঘে ঢাকা শহর’।
×