ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে অর্থ আত্মসাত

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২১, ১২ মার্চ ২০১৫

সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত চাকরিচ্যুত হলো সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা। সাময়িক বরখাস্তের অন্যতম কারণ ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা। সোনালী ব্যাংকের এই দুই কর্মকর্তার একজন আঞ্চলিক অফিসের সাঈদ সুলতান ওয়াহিদুন নবী, অপরজন সোনালী ব্যাংক রাজশাহী প্রিন্সিপ্যাল অফিসের এজিএম আলহাজ তৈমুর রহমান। এক সময়ে তৈমুর রহমান সোনালী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও পরবর্তীতে এজিএম ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে চাকুরিকালেও একবার অনিয়ম ও দুর্নীতির কারণে সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা গেছে। ব্যাংক সূত্র নিশ্চিত করেছে ২০০৮ সালে সোনালীর চাঁপাইনবাবগঞ্জ শাখায় অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশাল অংকের অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। প্রায় ছয় বছর পর ব্যাংকের আভ্যন্তরীণ তদন্তে অর্থ আত্মসাতের ঘটনাটি বেরিয়ে আসে। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিস ও রাজশাহী আঞ্চলিক জিএম অফিস পৃথক পৃথক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরবর্তীতে ঢাকার কেন্দ্রীয় কর্মকর্তারা এক সময়ের হলমার্ক তদন্তকারী গ্রুপকে তড়িঘড়ি এখানে প্রেরণ করে, পুনঃরায় তদন্তে বেরিয়ে পড়ে থলের বিড়াল। তারা রিপোর্ট প্রদান করা মাত্র কেন্দ্রীয় কর্মকর্তার নির্দেশে ব্যাংকর রাজশাহী জেনারেল ম্যানেজার (জিএম) স্বাক্ষরিত এক পত্রে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আমতলীতে মহানামযজ্ঞ সংবাদদাতা, আমতলী, ১১ মার্চ ॥ আমতলীতে মদন মোহন জিউর আখড়া মন্দিরে তিন দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমাহংসদেবের স্মরণে শ্রী গুরু সংঘ আমতলী শাখা তিন দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে। এ যজ্ঞানুষ্ঠানে নাম সুধা (কীর্ত্তন) পরিবেশন করছে দুর্গা প্রসন্ন সম্প্রদায় (বাগেরহাট), স্বামী বিকেনন্দ সম্প্রদায় (ঝালকাঠী), শ্যামাপুজো সম্প্রদায় (গোপালগঞ্জ), দাড়িয়াল সম্প্রদায় (বরিশাল), শ্রী দুর্গা সম্প্রদায় (খুলনা), নন্দ গোপাল সম্প্রদায় (বাগেরহাট)। প্রতিদিন শত শত নর-নারী মহানামযজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়। নিরাপদ শিক্ষার পরিবেশ দাবি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১১ মার্চ ॥ ভালুকা উপজেলা পরিষদের সামনে বুধবার দুপুরে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহনাজ আক্তর ও শামিম আরা শিখা প্রমুখ।
×