ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এজেন্ট নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৫:৫১, ১২ মার্চ ২০১৫

এজেন্ট নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈদেশিক মুদ্রা লেনদেনে বিভিন্ন প্রকারের এজেন্ট নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক ব্যবসায় পরিচালনায় স্থানীয় এজেন্ট নিয়োগ প্রক্রিয়া সহজ করা হয়েছে। এছাড়া সরকারী বিধিবিধান পরিবর্তন হওয়ায় তথ্য বা প্রমাণাদি জমার ক্ষেত্রে বেশকিছু সংশোধনী আনা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বৈদেশিক লেনদেনকৃত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনার আলোকে স্থানীয় বায়িং এজেন্ট, ইন্ডেন্টিং এজেন্ট, প্রিশিপমেন্ট ইন্সপেকশন এজেন্ট, কুরিয়ার সার্ভিস এজেন্ট, শিপিং এজেন্ট (লাইনার ভেসেল), শিপিং এজেন্ট (ট্রাম্প ভেসেল), কার্গো ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, জেনারেল সেলস্ এজেন্ট, বিদেশী প্রতিষ্ঠানের স্থানীয় শাখা, লিয়াজোঁ অথবা প্রতিনিধি অফিস স্থাপনের অনুমতিতে প্রয়োজন হবে। পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্ট স্থাপনে নতুন অনুমতির জন্য ব্যাংকের আবেদনপত্র, বিদেশী প্রিন্সিপালের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সনদপত্র বা আয়কর প্রত্যায়নপত্র, অংশীদারি চুক্তিপত্র, বিদেশী নাগরিক নিয়োগে বিনিয়োগ বোর্ডের কর্মানুমতির হালনাগাদ প্রমাণপত্র দাখিল করতে হবে। বিদেশী প্রিন্সিপালের সঙ্গে চুক্তিতে এজেন্টের সুনির্ধারিত কার্যক্রম, চুক্তিপত্র কার্যকরের মেয়াদ, এজেন্টের প্রাপ্য ফি বা সার্ভিস চার্জ বা কমিশনের হার, পণ্যের নাম এবং বাংলাদেশী আইন বা আন্তর্জাতিক আইন দ্বারা বিরোধ নিষ্পত্তি হবে এই মর্মে উল্লেখ থাকতে হবে। স্থানীয় কুরিয়ার সার্ভিস নিয়োগে আমদানি ও রফতানি নিবন্ধন সনদপত্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের লাইসেন্স জমা দিতে হবে। আর শিপিং এজেন্ট নিয়োগে ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, কাস্টমস্ হাউস কর্তৃক হালনাগাদ শিপিং লাইসেন্স, অন্তর্মুখী রেমিটেন্সের নগদায়ন সনদপত্র, ব্রেকডাউন অব ডিসবার্সমেন্ট অতিরিক্ত জমা দিতে হবে।
×