ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতির জন্য ধানি জমি

প্রকাশিত: ০৪:২৪, ১২ মার্চ ২০১৫

হাতির জন্য ধানি জমি

শ্রীলঙ্কায় এক হাতি প্রেমিক বৃদ্ধ তার নিজের মালিকানাধীন শেষ ধানি জমিটুকু বৌদ্ধমন্দিরকে দান করেছেন। তবে শর্ত একটাই, ওই আধা একর জমির উৎপাদিত ধান শুধু হাতির খাওযার জন্যই রেখে দিতে হবে। মন্দিরের হাতি বা বন্যহাতি সবার জন্যই এই জমি উন্মুক্ত থাকবে। যদিও তার আট সন্তানের একজন বন্যহাতির আক্রমণেই মারা গেছে, তবু হাতির জন্য তার ভালবাসা কমেনি। -বিবিসি বাড়ি কিনলে বউ ফ্রি! পেস্ট কিনলে ব্রাশ কিংবা মোবাইল কিনলে মেমরি কার্ড ফ্রি। এমন বিজ্ঞাপন প্রায়ই দেখা যায়। তবে বাড়ি কিনলে বউ ফ্রি! এমনই একটি বিজ্ঞাপন দৃষ্টি আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়ায়। ইন্দোনেশিয়ার ৪০ বছর বয়সী উইনা লিয়া তার বাড়ি বিক্রি করতে এমন লোভনীয় প্রস্তাব দিয়েছেন। যাতে লেখা আছে, বাড়ি কিনলে মিলবে বাগান, গ্যারেজ ও স্ত্রী। এই বিজ্ঞাপনে লিয়ার কোন আপত্তি নেই। কারণ এমনিতেও তিনি একজন স্বামী খুঁজছেন। -ডেইলি মিরর
×