ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমি মর্মাহত, সত্য উদ্ঘাটিত হবেই’

কয়লা খনি দুর্নীতি মামলায় মনমোহনের বিরুদ্ধে সমন

প্রকাশিত: ০৪:২৩, ১২ মার্চ ২০১৫

কয়লা খনি দুর্নীতি মামলায় মনমোহনের বিরুদ্ধে সমন

ভারতের ওড়িশার তালাবিরা কয়লা খনি দুর্নীতি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লীর বিশেষ সিবিআই আদালত। আগামী ৮ এপ্রিলের মধ্যে তাদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক ভরত পরাশর। মনমোহন জানিয়েছেন, নির্দেশনামা এখনও হাতে পাননি। এটি পাওয়ার পর আইনজীবীদের পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ ও আনন্দবাজার পত্রিকার। ছয়জনের মধ্যে মনমোহন ছাড়াও রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ওই সংস্থার চেয়ারম্যান তথা শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, সংস্থার দুই কর্মকর্তা শুভেন্দু অমিতাভ ও ডি ভট্টাচার্য এবং সাবেক কয়লাসচিব পি সি পারেখ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং জনপ্রতিনিধি হিসেবে নেয়া শপথ ভঙ্গের অভিযোগ রয়েছে। ভারতীয় দ-বিধির যে যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদ- হতে পারে। আদালতের নির্দেশ নিয়ে মনমোহন বলেছেন, নির্দেশনামা হাতে পাইনি। আমি মর্মাহত, তবে এটাও তো জীবনের অংশ। সত্য উদ্ঘাটিত হবেই। তথ্য প্রমাণ দিয়ে আদালতে কথা বলার সুযোগ পাব এবং আমি নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হব। তদন্তে সব ধরনের সাহায্য করতে আমি প্রস্তুত। ২০০৫ সালে তালাবিরাতে হিন্দালকোকে কয়লা খনি বণ্টন করে ইউপিএ সরকার। সেই সময় কয়লা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ছিল। বিড়লা ৭ মে ২০০৫ ও ১৭ জুন ২০০৫ তারিখে লেখা দুটি চিঠিতে মনমোহনকে হিন্দালকোর সঙ্গে তালাবিরা কয়লা ব্লক যুক্ত করার আবেদন জানান। এই দুটি চিঠির প্রেক্ষিতে সিবিআই প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে।
×