ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৫:৪৭, ১১ মার্চ ২০১৫

দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দ্বিতীয় দিনের মতো সূচকের উর্ধগতি দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গত কিছুদিন ধরে দর হারানো কোম্পানিগুলোর দর বাড়ার কারণেই সূচকে উর্ধগতি। বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। ডিএসইতে দিনটিতে আড়াইশ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আগের তুলনায় রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। দর হারানো ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। যার কারণে মঙ্গলবারে বেশিরভাগ কোম্পানির দরপতনের মাঝেও সূচকের উর্ধগতি দেখা গেছে। আগামীতে সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর মঙ্গলবার ডিএসইতে ২৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি টাকার বা ৯ শতাংশ। ডিএসইতে মোট সারাদিনে লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টি, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ারের দর। সকালে সূচকের উর্ধগতির পরে দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে : শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিম, বেক্সিমকো, গ্রামীণফোন, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, এমজেএল বিডি এবং ওরিয়ন ইনফিউশন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, ইস্টার্ন কেবলস, ওরিয়ন ইনফিউশন, ৭ম আইসিবি, বেক্সিমকো, গোল্ডেন সন, সিএমসি কামাল, লিগ্যাসি ফুটওয়ার, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইডিএলসি, আইপিডিসি, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড মিলস, রূপালী ব্যাংক, সাইফ পাওয়ার, সামিট পোর্ট এ্যালায়েন্স লিমিটেড, ন্যাশনাল টি ও শাশা ডেনিমস। মঙ্গলবারে ডিএসইর মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বড় মূলধনী কোম্পানির দর বেড়েছে। সকালে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে প্রধান সূচকটি বেড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। সোমবারে সিএসইতে মোট ২৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, জিপিএইচ ইস্পাত, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা ও সিঙ্গার বিডি।
×