ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রে বিপর্যয় ॥ দুটি তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:০৫, ১১ মার্চ ২০১৫

আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রে বিপর্যয় ॥ দুটি তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিকট শব্দে বিস্ফোরণ। আলোর ঝলকানি। এর পরই ৩০-৪০ সেকেন্ডের ব্যবধানে একের পর এক বন্ধ হতে থাকে সব ইউনিট। সোমবার সন্ধ্যায় আশুগঞ্জ পাওয়ার স্টেশনে এভাবেই বিদ্যুত বিপর্যয়ের ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় স্টেশনের সুইচ ইয়ার্ডে বিস্ফোরণের কারণে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুত বিপর্যয় দেখা দেয়। সে সঙ্গে পাওয়ার স্টেশনের সরকারী-বেসরকারী সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ইনসুলেটর ডিস্ক ভেঙ্গে গেছে। এতে ঘটে এই দুর্ঘটনা। সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ৭শ’ ১০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে সরবরাহ করতে ব্যাহত হয়। পরে রাতে ৫ ইউনিটের উৎপাদন শুরু হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দু’টি ইউনিট বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে পাওয়ার স্টেশনে বিদ্যুত বিপর্যয়ের ঘটনায় পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির কর্মকর্তারা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম জানান, কেন এমন হয়েছে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।
×