ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইভরি কোস্টের সাবেক ফার্স্ট লেডির ২০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২২, ১১ মার্চ ২০১৫

আইভরি কোস্টের সাবেক ফার্স্ট লেডির ২০ বছর কারাদণ্ড

আইভরি কোস্টের সাবেক ফার্স্ট লেডি সিমোঁ বাগবোকে (৬৫) ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১০-১১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতার সময় রাষ্ট্রীয় নিরাপত্তাকে উপেক্ষা করায় তাকে মঙ্গলবার দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি আদালত এই কারাদ-ের আদেশ দেন। খবর এএফপি ও বিবিসির। সিমোঁর স্বামী আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরাঁ বাগবো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের সম্মুখীন। আইভরি কোস্টে ২০১০-১১ সালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রায় তিন হাজার লোক প্রাণ হারায়। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাসান ওয়াতারার প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়াকে লরাঁ ও তার সমর্থকরা অস্বীকার করেন। এর জের ধরেই সে সময় দেশটিতে ব্যাপক সহিংস ঘটনা ঘটে। দেশটির প্রধান শহর আবিদজানের একটি সেনা বাঙ্কার থেকে গ্রেফতার করা হয় সাবেক প্রেসিডেন্ট ও সিমোঁকে। আবিদজান শহরে সিমোঁকে এক সময় ‘লৌহ মানবী’ বলা হতো। জননিরাপত্তা বিঘœ করা ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংগঠিত করার দায়েও তাকে অভিযুক্ত করা হয়। আদালত সিমোঁকে সর্বসম্মতভাবে নিন্দা জানিয়েছে।
×