ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিক্রমাসিংহেকে সুষমা গুলি নয়, সমস্যার মানবিক সমাধান কাম্য

প্রকাশিত: ০৪:২২, ১১ মার্চ ২০১৫

বিক্রমাসিংহেকে সুষমা গুলি নয়, সমস্যার মানবিক সমাধান কাম্য

ভারতীয় মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জলসীমা লঙ্ঘন করলে তাদের গুলি করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার সংসদে সেই বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, গোলাগুলি চালিয়ে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। ফলে দুদেশকে এর মানবিক সমাধান বের করতে হবে। খবর আনন্দবাজার পত্রিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। ২৮ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মাটিতে পা রাখছেন। তার মধ্যেই মৎস্যজীবীদের নিয়ে গত শনিবার এই বিতর্কিত মন্তব্যটি করেন বিক্রমাসিংহে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুষমা বলেছেন, আমরাও গোলাগুলির সাহায্য নিলে দুই দেশ খালি গুলিই করতে থাকবে। কারণ, আমাদের মৎস্যজীবীরাই তো শুধু শ্রীলঙ্কায় দেশে ঢুকে পড়ে না। ওদের মৎস্যজীবীরাও আমাদের জলসীমায় চলে আসে। এ সমস্যার এমন এক অভ্যন্তরীণ সমাধান বের করতে হবে যেটা মানবিক।
×