ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের প্রভাব বলয়ে চলে যেতে পারে আফগানিস্তান

প্রকাশিত: ০৪:২১, ১১ মার্চ ২০১৫

পাকিস্তানের প্রভাব বলয়ে চলে যেতে পারে আফগানিস্তান

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণ ও প্রভাব বলয়ে চলে যাওযার ঝুঁকিতে রয়েছে আফগানিস্তান। ইসলামবাদের দিকে কাবুলের ঝুঁকে যাওয়ার জন্য এবং তালেবানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় আশরাফ গনির জুয়াখেলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর গার্ডিয়ান অনলাইনের। হামিদ কারজাই গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে সতর্কতা উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তান প্রতিবেশী পাকিস্তানের কাছে নতি স্বীকার করলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও সোভিয়েত অনুপ্রবেশের বিরুদ্ধে দেশটির ঐতিহাসিক সংগ্রাম বৃথা হয়ে যাবে। আপগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট এমন এক সময় এ মন্তব্য করলেন যখন তার উত্তরসূরি আশরাফ গনি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় পাকিস্তানের সহযোগিতা পাওয়ার আশায় দেশটির সঙ্গে তাদের ঐতিহ্যগত বৈরী সম্পর্ককে বাতিল করে দিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানকে বেশ কিছু অচিন্তনীয় সুবিধা দেয়ায় কারজাইকে এবং এক দশকেরও অধিক সময়ের শাসনে যারা তাকে সহযোগিতা করেছেন তাদের আতঙ্কগ্রস্ত করে তুলছে। কারজাই বলেন, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু তা পাকিস্তানের প্রভাবাধীনে থেকে নয়। এক প্রশ্নের জবাবে কারজাই বলেন, হ্যাঁ, আশরাফ গনির সঙ্গে মতপার্থক্য রয়েছে আমার। কিন্তু এর বেশি কিছু আমি বলব না। প্রেসিডেন্ট গনিকে একান্তে পরামর্শ দিয়ে আমি টুঁ শব্দটি করব না। আমি পুরোপুরি সমর্থন করি এ সরকারকে।
×