ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে বারো দিনেও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামি

প্রকাশিত: ০৩:৫২, ১১ মার্চ ২০১৫

শেরপুরে বারো দিনেও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ১০ মার্চ ॥ জেলায় চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার দীর্ঘ ১২ দিন পরও গ্রেফতার হয়নি কোন আসামি। উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে লুটপাটের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করা হচ্ছে। জানা যায়, সদর উপজেলার হাওড়া সাপমারী গ্রামের মৃত জব্বার খাঁর বড় ছেলে শহিদুল ইসলাম ওরফে ম-লের সঙ্গে ছোট ভাই সাইফুল মালেক সুজনের (৩৫) দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৭ ফেব্রুয়ারি রাতে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক বড় ভাই শহিদুল ওরফে ম-ল তার অনুসারী কয়েকজনকে নিয়ে সুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতসহ এলোপাতাড়ি মারপিটে গুরুতরভাবে আহত করে। পরে গুরুতর অবস্থায় সুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে প্রাণ হারায়। ওই ঘটনায় পরদিন সুজনের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে শহিদুল ইসলাম ওরফে ম-লসহ ৯ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত কোন আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং উল্টো সুজনের স্ত্রী ও হত্যা মামলার বাদী মাহমুদা আক্তার ও তার আত্মীয়স্বজনদের বিরুদ্ধে লুটপাটের মিথ্যে মামলায় হয়রানির পথ বেছে নেয়ার অভিযোগ উঠেছে।
×