ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৩:৪৯, ১১ মার্চ ২০১৫

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো উল্লাপাড়া উপজেলার শুমধ্যমরিচ গ্রামের আয়েন সরকারের ছেলে রাকিবুল ইসলাম, মৃত হযরত প্রামানিকের ছেলে আব্দুস সালাম, সোহরাব আলীর ছেলে জুয়েল আহমদ ও ইয়াসিন আলীর ছেলে আব্দুল জব্বার। আদালত সূত্রে জানা যায়, দ-প্রাপ্ত আব্দুস সালাম ২০০৯ সালের ১০ ডিসেম্বর রাতে হাসমত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের জমির সেচের ড্রেনের কাছে আসামিরা তাকে জবাই করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক একই বছরের ১২ ডিসেম্বর ৬ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।
×