ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ছয় চিকিৎসকের বিরুদ্ধে যশোরে বিভাগীয় মামলা

প্রকাশিত: ০৩:৪৮, ১১ মার্চ ২০১৫

ছয় চিকিৎসকের বিরুদ্ধে যশোরে বিভাগীয় মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দায়িত্ব অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর হাসপাতালের ৬ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শামসুল ইসলাম দোদুল। অভিযুক্ত চিকিৎসকরা হলেন, মেডিসিন বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম, গৌতম কুমার আচার্য্য, গাইনি বিভাগের চিকিৎসক ইসরাত নাজনীন নিলা, সার্জারি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান, জরুরী বিভাগের চিকিৎসক আকতারুজ্জামান মির্জা ও কাজল মল্লিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ নবেম্বর বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ সালমা বেগমকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী। এদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতের স্বামী আবদুস সাত্তার অভিযোগ করেন, তার স্ত্রীকে ভর্তির পর জরুরী বিভাগ থেকে ওয়াশ না করেই মহিলা মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট চিকিৎসক। ওয়ার্ডে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন মেডিসিন বিভাগের দায়িত্বরত কোন চিকিৎসকের দেখা মেলেনি। অনকলে থাকা চিকিৎসককেও ডেকে পাননি রোগীর স্বজনরা।
×