ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে গ্রামবাসী-শ্রমিক সংঘর্ষ ॥ ভাংচুর-লুটপাট আহত ১৫০

প্রকাশিত: ০৩:৪৭, ১১ মার্চ ২০১৫

হবিগঞ্জে গ্রামবাসী-শ্রমিক সংঘর্ষ ॥ ভাংচুর-লুটপাট আহত ১৫০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১০ মার্চ ॥ ধানী জমিতে ব্যবহার ছাড়া অন্যত্র চলাচল নিষিদ্ধ থাকলেও ট্রাক্টর প্রবেশ নিয়ে মঙ্গলবার সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন পল্লী হাফিজপুরবাসী ও সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, যানবাহন-দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫০ জন। গুরুতর আহত নাজমা বেগম, জালাল মিয়া, রিমা, শামীম, সাজল, হারুন, আব্দুল হক, মোতাচ্ছির এনাম, খলিল, মিশেল, ইব্রাহিম, সুহেল, শাহ আলম, মোত্তালিব, তাজ উদ্দিন, রাসেল, আব্দুল হামিদ, সুমন ও শাহজাহান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলাধীন মিরপুর বাজার শ্রমিক সংগঠনের আওতাধীন একটি সিএনজি অটোরিক্সা ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর স্ট্যান্ডে যাত্রী নামায়। এ সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর হাফিজপুর সড়ক দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালায়। সংশ্লিষ্ট গ্রামের জনৈক ফারুক মিয়া ট্রাক্টর প্রবেশে বাধা দেয়। এ নিয়ে অন্য এক অটোরিক্সা চালক ইব্রাহিম ও ফারুকের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। এ সময় সংশ্লিষ্ট গ্রামের লোকজন ফারুকের পক্ষে এবং ইব্রাহিমের পক্ষ নেয় শ্রমিকরা। চিতলমারীতে নারীসহ আহত ১০ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, চিতলমারীতে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হিজলা গ্রামের আকমান শিকদারের পরিবারের সঙ্গে প্রতিবেশী সেকেন্দার শিকদারের সঙ্গে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আকমান শিকদারের পরিবারের ওপর হামলা হয়।
×