ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৬:২৩, ১০ মার্চ ২০১৫

প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। সমাপ্ত বছরে এই কোম্পানির ইপিএস বেড়েছে ১৩ দশমিক ৯৬ শতাংশ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ২২ পয়সা। কোম্পানির সমাপ্ত অর্থবছরে ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে ইপিএস দাঁড়ায় ২ টাকা ৪১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১২ পয়সা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির মুনাফার পরিমাণও বেড়েছে। কোম্পানিটি কর পরিশোধের পর মুনাফা করেছে ৯ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৮ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা। এদিকে বছর শেষে কোম্পানির রিটেইন আর্নিংস বা অবন্টিত মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ২ লাখ টাকা। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। চার কোম্পানির লেনদেন আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের পর আজ মঙ্গলবার ৪ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফিন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি), এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং প্রাইম ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। উল্লেখ্য, গত ৫ মার্চ বৃহস্পতিবার এই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট ও ব্লক/অডলটে শুরু হয়। রবিবার কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়।
×