ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক রাগবিতে বাংলাদেশ পঞ্চম

প্রকাশিত: ০৬:১৫, ১০ মার্চ ২০১৫

আন্তর্জাতিক রাগবিতে বাংলাদেশ পঞ্চম

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবার আন্তর্জাতিক রাগবি প্রতিযোগিতায় অংশ নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। রবিবার ভারতের চেন্নাইয়ে শেষ হয় ‘অলিম্পিক প্রি-কোয়ালিফাই সেভেন সাইড রাগবি প্রতিযোগিতা।’ এ প্রতিযোগিতায় অংশ নিয়ে আয়োজকদের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩২-০ পয়েন্টে নেপাল জাতীয় রাগবি দলকে হারালেও স্থান নির্ধারণী খেলায় শক্তিশালী লাওসের কাছে ১২-০ পয়েন্টে হেরে যায়। পাইওনিয়ার ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে সোমবারের ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আনসার ভিডিপি ক্লাব ৭-০ গোলে তেজগাঁও ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবকে হারায়। মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাব গোলশূন্য ড্র করে নরসিংদী ফুটবল একাডেমির সঙ্গে। বাসাবো মাঠে গফুর বেলুচ ফুটবল একাডেমি তাদের জন্য প্রদেয় খেলোয়াড় কার্ড প্রদর্শন করতে না পারায় ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ প্রথম গলি ওয়াক ওভার পায়। একই মাঠে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে হারায় ইলু স্মৃতি সংসদকে। মোহাম্মদপুর ঈদগাহ মাঠে তোতা স্পোর্টস একাডেমি ১-১ গোলে ড্র করে তূর্য স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বেচারাম দেউরী বয়েজ ক্লাব ৩-০ গোলে হারায় মোহাম্মদপুর কিশোর ফুটবল ক্লাবকে। লালবাগের হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে আব্দুল হাদী লেন যুব সংঘ ১-০ গোলে সাতরওজা নবীন সংঘকে এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে হারায় ফরিদ উদ্দিন স্মৃতি সংসদকে। জাতীয় স্কুল হকি স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের ৪টি খেলা সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে রফিকউদ্দিন মেমোরিয়াল স্কুল ২-১ গোলে নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়কে, যশোর বিএএফ শাহীন স্কুল ২-০ গোলে কুমিল্লা হাই স্কুলকে, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ১০-০ গোলে দি এইডেড হাই স্কুলকে হারায়। আল হিকমা মুসলিম একাডেমি ১-১ গোলে ড্র করে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। ‘ক’ গ্রুপ থেকে রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা এবং ‘খ’ গ্রুপ থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
×