ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়াটসনকে শ্রদ্ধা ম্যাক্সওয়েলের

প্রকাশিত: ০৬:১২, ১০ মার্চ ২০১৫

ওয়াটসনকে শ্রদ্ধা ম্যাক্সওয়েলের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের একাদশতম আসরে দুর্দান্ত গতিতেই ছুটছেন গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর অসামান্য এক কীর্তি গড়েন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে মাত্র ৫১ বলের মোকাবেলায় তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের দুর্ভাগ্য মাত্র একটি বলের জন্য ভাগ বসাতে পারেননি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে। কেন না ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওই রেকর্ডটি এখনও দখল করে রেখেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়ান। চার বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওই রেকর্ডটি করেছিলেন আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়ান। তবে বিশ্বকাপের আগেও সময়টা ভাল কাটছিল না এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। আর তার কঠিন সময়েই পাশে ছিলেন শেন ওয়াটসন। যে কারণেই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য শেন ওয়াটসনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এ বিষয়ে ভিক্টোরিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে আমার কাঁধে অনেক ওজন নিয়ে বেড়াচ্ছিলাম। শেষ পর্যন্ত সেটা দূর করতে সক্ষম হয়েছি। অবশ্যই আমার পাশে থাকা শেন ওয়াটসনের প্রতি শ্রদ্ধা। গত কয়েক সপ্তাহে আমার কঠিন সময়ে সে সার্বক্ষণিক সঙ্গী ছিলেন।’ গ্লেন ম্যাক্সওয়েলের এটি শুধু বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি নয় বরং একদিনের ক্রিকেটেরও প্রথম শতক। ৪৫তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে এবার প্রথম সেঞ্চুরির দেখা পান এই অস্ট্রেলীয়ান ব্যাটসম্যান। ম্যাচের ৫৩তম বলের মোকাবেলা করতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে যান ম্যাক্সওয়েল। তার ১০২ রানের সেঞ্চুরি সাজিয়েছিলেন ১০ চার ও ৪টি ছয় দিয়ে। সিডনির এই ক্রিকেট গ্রাউন্ডে কয়েকদিন আগে আরেকটি ব্যাটিং তান্ডব দেখার সুযোগ পেয়েছিল ভক্তÑঅনুরাগীরা। গত ২৭ ফেব্রুয়ারি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৫২ বলের মোকাবেলায় হাকিয়েছিলেন সেঞ্চুরি। যেটিকেই রবিবার ছাড়িয়ে গেলেন ম্যাক্সওয়েল। আর বিশ্বকাপের বাইরে একদিনের আন্তর্জাতিক্র ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিকানা এখনও দখল করে রেখেছেন ডি ভিলিয়ার্স। চলতি বছর জানুয়ারিতে জোহানেসবার্গে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ওই রেকর্ডটি গড়েছিলেন তিনি। সেই ম্যাচে মাত্র ৩১ বলে সেঞ্চুরি হ্যাঁকান ডি ভিলিয়ার্স। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাক্সওয়েলের শতক। সেইসঙ্গে অধিনায়ক মাইকেল ক্লার্কের অর্ধশতকও (৬৮) কম গুরুত্বপুর্ণ ছিল না। তবে ব্যক্তিগত পারফরমেন্স নয় বরং দলের জয়েই তৃপ্ত মাইকেল ক্লার্ক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি লঙ্কানরা খুবই ভাল খেলেছে। তাদের পুরো ইনিংসই ভাল ছিল। তাই আমরা যে চাপের মধ্যে ছিলাম এ ব্যাপারে কোন ধরনের সন্দেহ নেই।’
×