ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সিনিয়র সহকারী জজের সাক্ষ্য

প্রকাশিত: ০৬:০৬, ১০ মার্চ ২০১৫

২১ আগস্ট গ্রেনেড  হামলা মামলায়  সিনিয়র সহকারী  জজের সাক্ষ্য

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ কেশব রায় চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করেছে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার মামলাটিতে ১১৫তম সাক্ষী হিসেবে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিনের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন । পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে এই সাক্ষ্য গ্রহনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ও বুধবার মামলার সাক্ষ্য গ্রহনের পরবর্তী দিন ধার্য করেছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী সৈয়দ রেজাউর রহমান। সৈয়দ রেজাউর রহমান সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল জানান, সাক্ষী কেশব রায় চৌধুরী বর্তমানে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত। তিনি ঢাকা সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট থাকাকালীন সময় এই মামলার দুইজন সাক্ষী মেজর আতিকুর রহমান এবং র‌্যাবের ডিজি আব্দুল আজিজ সরকারের সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ওই সম্পর্কেই তিনি সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণকালে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন। অন্যদিকে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
×