ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্কিট ব্রেকারে ত্রুটি

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সব ইউনিটে উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৫:৫৬, ১০ মার্চ ২০১৫

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সব ইউনিটে উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার সন্ধ্যায় আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সরকারী-বেসরকারী সব ক’টি ইউনিটের বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে গেছে। সাব স্টেশনের ২৩০ কেভি সার্কিট ব্রেকারে ত্রুটির কারণে সন্ধ্যা সোয়া ছয়টায় সবগুলো বিদ্যুত ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। সব ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ৭১০ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে সরবরাহ ব্যাহত হচ্ছে। বন্ধ ইউনিটগুলো হলো আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের নিজস্ব প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ ও ৫নং ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি ২নং, ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট ও বেসরকারী ৫৫ মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার, ৫০ মেগাওয়াটের পিসিশন এনার্জি, ৫৫ মেগাওয়াটের মিডল্যান্ড পাওয়ার লিমিটেড, ৮০ মেগাওয়াটের এগ্রিকো পাওয়ারের বিদ্যুত উৎপাদন বন্ধ হয়েছে। সবগুলো ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও ঢাকার কিছু এলাকায় বিদ্যুত সরবরাহে সমস্যা দেখা দেয়। পাওয়ার স্টেশনের পরিচালক (কারিগরি) প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যায় হঠাৎ করে সাব স্টেশনের ২৩০ কেভি ব্রেকারে ত্রুটির কারণে চালুকৃত ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে বন্ধ ইউনিটগুলোর চালু করার চেষ্টা চলছে।
×