ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রেইট চার্জ স্থগিত

প্রকাশিত: ০৪:৩৮, ১০ মার্চ ২০১৫

ফ্রেইট চার্জ স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ শিপিং কোম্পানি কর্তৃক আরোপিত শিপার্স কাউন্সিল অব বাংলাদেশকে (এসসিবি) ফ্রেইট চার্জ আরও দুই মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সূত্রমতে, ২০১১ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংক শিপিং এজেন্ট কর্তৃক শিপার্স কাউন্সিল অব বাংলাদেশকে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ফ্রেইট ব্রোকারেজ চার্জ প্রদান বিষয়ক একটি পরিপত্র জারি করে। পরিপত্র অনুযায়ী, এসসিবি আরোপিত ফ্রেইট চার্জ যথাসময়ে পরিশোধ করতে বলা হয়। যেখানে ব্যাংকই এ চার্জ কেটে রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্থ পরিশোধ করবে, এমনটি বলা হয়। ফোর্ডের ইতিহাসে দামী গাড়ি অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ইতিহাসে সবচেয়ে দামী গাড়ি আনতে যাচ্ছে। ফোর্ড জিটি সুপারকার নামের ওই মডেলটির দাম হতে পারে ৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যা ৩ কোটি ১১ লাখ টাকার কিছু বেশি। সিএনএন মানি এক প্রতিবেদনে জানিয়েছে, ফোর্ড প্রতিবছর ওই মডেলের ২৫০টি গাড়ি বাজারে ছাড়বে। ২০১৫ সালের শেষ দিকে গাড়িটির বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু হবে এবং ২০১৬ সালে বিশ্বের কিছু দেশে এটা পাওয়া যাবে। গত জানুয়ারির ১২-১৫ তারিখ পর্যন্ত চলা ‘নর্থ আমেরিকান ইন্টারন্যাশনাল অটোশো’তে মডেলটি দেখানো হয়েছে। নতুন মডেলটিতে আছে ৩৫০০ সিসি টুইন-টার্বো ভি৬ ইঞ্জিন, যা যোগান দেবে ৬০০ অশ্বশক্তি। ফোর্ডের মতে, এটি তাদের সবচেয়ে শক্তিশালী ও কার্যক্ষম ইঞ্জিনগুলোর একটি।
×