ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহহীনদের ফ্রি টিকেট!

প্রকাশিত: ০৪:৩৬, ১০ মার্চ ২০১৫

গৃহহীনদের ফ্রি টিকেট!

গৃহহীনদের শহর ছাড়া উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে ওয়ান-ওয়ে টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ডের জার্মানি সীমান্ত সংলগ্ন এক শহর কর্তৃপক্ষ। সেখানে অন্তত ৫০ জন গৃহহীন রয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, তাদের অবস্থান পর্যটকদের অনুৎসাহিত করছে। কিন্তু এ পর্যন্ত মাত্র তিনজন টিকেট নিয়েছেন। একজন বলেছেন, তিনি সুযোগটি নেবেন তার পরিবারকে দেখে আসার জন্য। তবে সমস্যার সমাধান না করে তাদের তাড়ানোর নীতির কঠোর সমালোচনা করেছেন দেশটির এক এমপি।- বিবিসি স্টিকার নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন আঙ্গুল নয়, এবার স্ক্রিন স্টিকার দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। ব্যবহারকারী তার হাত বা শরীরের কোন অংশে এই স্টিকার লাগিয়ে এর সাহায্যে কল রিসিভ, মিউজিক প্লেয়ারও নিয়ন্ত্রণ করতে পারবেন? জার্মানির সারল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, সিলিকন দিয়ে তৈরি এই স্ক্রিন স্টিকার সেন্সরের মাধ্যমে কাজ করবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য বাজারে আনা হবে। -আইবিএনলাইভ
×