ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:০৮, ৯ মার্চ ২০১৫

জাতীয় পার্টির কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) কেন্দ্রীয় কার্যালয়ে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটে। নেতাকর্মীরা কেউ বলছে সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে। আবারও কেউ বলছে পেট্রোল বোমায় নিচতলার জাতীয় ছাত্রসামাজের তালাবদ্ধ ওই রুমটিতে আগুন লেগেছে। এতে ওই রুমের চেয়ারসহ বেশ কিছু আসবাব পুড়ে গেছে। জাপার যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল জানান, রবিবার ভোরের দিকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয় ছাত্রসমাজের রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে পথচারীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়নি। তবে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু জানান, দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পথচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি জানান, রবিবার জাতীয় পার্টির পূর্বনির্ধারিত যৌথসভা রয়েছে। সভা শেষে দলের শীর্ষ নেতারা এ বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তবে এ বিষয়ে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদ জানান, জাতীয় পর্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কিংবা অগ্নিকা-ের কোন তথ্য তার জানা নেই।
×