ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসরে রেড লাইন ব্যান্ডের কনসার্ট

প্রকাশিত: ০৫:৫০, ৯ মার্চ ২০১৫

মিসরে রেড লাইন  ব্যান্ডের কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ মরুর বুকে পিরামিডগুলো যেন অন্য রকম আবহ সৃষ্টি করে, আর দৃশ্য কল্পনা করতেই মাথায় আসে মিসরের কথা। আধুনিক এবং ঐতিহ্যের মিশেল একটি দেশ। সেই দেশে দাঁড়িয়ে বাংলা গান পরিবেশন করা যেন আনন্দের মাত্রা আরেক ধাপ বৃদ্ধি করা। আর গান পরিবেশনকারী দলটি যদি হয় বাংলাদেশের তাহলে তো কথাই নেই। খোদ মিসর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডদল রেড লাইন সম্প্রতি মিসর ঘুরে এসেছে। ১২ দিনের সফরে তারা বাংলা গানসহ কান্ট্রি ও বিভিন্ন কাভার সং করেছে। উপস্থিত বাঙালী দর্শক শ্রোতা ছাড়াও বিভিন্ন দেশের দর্শকের করতালিতে এবং ভালবাসায় সিক্ত হয় রেড লাইন। এ প্রসঙ্গে ব্যান্ড লিডার ও ভোকালিস্ট রিয়াজ জানান, সত্যিকার অর্থেই আমাদের জন্য সেটা ছিল অন্যরকম অনুভূতি। এতটা আন্তরিকতা এবং ভালবাসা পাব কল্পনাই করিনি। তাছাড় দূর একটি দেশে গিয়ে অন্যান্য গানের পাশাপাশি বাংলা গান করাটা সত্যি আনন্দের। ২০১১ সালের নবেম্বরে প্রতিষ্ঠা পাওয়া এ ব্যান্ডটি হাঁটি হাঁটি পা পা করে ইতিমধ্যে শ্রোতাদের হৃদয় কাড়তে সক্ষম হয়েছে। বিভিন্ন কর্পোরেট শো তে রেড লাইন একটি পরিচিত মুখ। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত লাইভ শো তো রয়েছেই। কাভার সং ছাড়াও নিজেদের সৃষ্ট গান ইতিমধ্যে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। আগামী মে মাসে গানের উদ্দেশ্যে আবার দেশ ছাড়বে রেড লাইন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল রাখতে কাজ করে যাবে রেড লাইন বললেন আরেক ভোকালিস্ট দিনা। এরই মধ্যে চলছে এ্যালবাম প্রকাশের পূর্ণ প্রস্তুতি। রেড লাইনের ব্যান্ড সদস্যরা হলেন, লিড ভোকাল রিয়াজ, রক ও অপেরা ভোকাল দিনা, বেজ গিটারিস্ট রুবেল, লিড গিটারিস্ট সায়মন, কীবোর্ড অপু এবং ড্রামার সুমিত।
×