ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমরেশ মজুমদারের ‘গর্ভধারিণী’ নিয়ে চলচ্চিত্র

প্রকাশিত: ০৫:৪৮, ৯ মার্চ ২০১৫

সমরেশ মজুমদারের  ‘গর্ভধারিণী’ নিয়ে চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ সমরেশ মজুমদারের দুই বাংলার সমান জনপ্রিয় উপন্যাস ‘গর্ভধারিণী’ নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মেধাবী নির্মাতা মাহমুদ দিদার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণের জন্য লিখিত অনুমতি প্রদান করেন সমরেশ মজুমদার। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। এ চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে সমানভাবেই জনপ্রিয় ‘গর্ভধারিণী’। এ উপন্যাসের গল্পের যে পটভূমি তা একটি চলচ্চিত্র নির্মাণের জন্য খুব দারুণ। তাই আমি এ চলচ্চিত্রটি নির্মাণের কাজে উৎসাহিত হই। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে। নির্মাতা মাহমুদ দিদার বলেন, সব নির্মাতারই ভাল গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন থাকে। সমরেশ মজুমদারের গর্ভধারিণী তেমনই ভাল লাগার একটি উপন্যাস। তিনি আরও জানান, স্ক্রিপ্ট লেখার ও অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। আগামী জুনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে এর নির্মাণ কাজ শুরু হবে। গর্ভধারিণী মূল গল্পে দেখা যায় অসম অর্থনৈতিক কাঠামোয় বড় হয়ে ওঠা চার বন্ধু, তাদের মধ্যে একজন নারী, এক সময় উপলব্ধি করল অদ্ভুত এক আঁধার নেমে এসেছে এই দেশে। কারও দায় নেই।
×