ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাস বরদাশত করা যায় না

প্রকাশিত: ০৫:৪০, ৯ মার্চ ২০১৫

রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাস বরদাশত করা যায় না

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় মানবাধিকার কমিশনের এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে হরতাল নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অজ্ঞাত স্থান থেকে প্রতিটি হরতালের ঘোষণা আসছে। গণমাধ্যম তা ফলাও করে প্রচার করছে। রাস্তাঘাটে হরতালের কোন প্রতিফলন না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হচ্ছে না। প্রতিদিনই কেউ না কেউ আগুনে পুড়ে মরছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা আক্রমণের শিকার হচ্ছেন, এতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে হরতাল শব্দগতভাবে এক আতঙ্কের নামে পরিণত হয়েছে। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জনগণের জানমালের নিরাপত্তা দানে রাষ্ট্র কখনই পিছপা হতে পারে না। কোনক্রমেই রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকা- বরদাশত করা যায় না। রবিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘হুমকির মুখে মানবাধিকার : আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই একটি ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে ১৯৭১ সালের জেনোসাইডের সঙ্গে ২০১৫ সালে হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যাকে তুলনা করা হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) আবদুর রশিদ, আইন কমিশনের সদস্য শাহ আলম, ম. হামিদ, এ্যাডভোকেট রেহানা, মেঘা কামাল প্রমুখ।
×